বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে মুক্তি পাওয়ায় আলমডাঙ্গায় ব্যাপকভাবে পালিত হয়েছে শোকরানা সমাবেশ, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল। বুধবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা, পৌর ও জি এ থানা শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসায় মিষ্টি বিতরণ করা হয়। শোকরানা মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলমডাঙ্গা পৌর যুব বিভাগের সহ-সভাপতি শাহিন শাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “আমাদের আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে। কিন্তু ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বসাধারণের কাছে একটি সুশৃঙ্খল আদর্শিক সংগঠনের রূপে পুনরায় আত্মপ্রকাশ করেছে। আমাদের কোনো নেতা-কর্মী মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন। অন্য দলগুলো নিজেরা মারামারি করে মারা পড়ছে, আর তারা জনগণকে স্বপ্ন দেখানোর কথা বলে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, জি এ থানা আমীর আব্বাস উদ্দিন এবং আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালনা করেন জি এ থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমীর ও আলমডাঙ্গা বড় মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী। তিনি দেশ, জাতি ও ইসলামি আন্দোলনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করেন। শোকরানা মাহফিলে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।