ঈদ উপলক্ষে দেশের বৃহত্তম পশুহাটে উপচে পড়া ভিড়, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে তীব্র যানজট – স্বস্তি ফেরাতে মাঠে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল
Spread the love

পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় বসেছে দক্ষিণ বঙ্গের অন্যতম বৃহৎ পশুহাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে বুধবার সকাল থেকেই চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে পড়ে আলমডাঙ্গা শহরের প্রধান সড়কসহ আশপাশের এলাকা। জরুরি যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে শুরু থেকে কাজ করে যাচ্ছে আলমডাঙ্গা থানা পুলিশ। তবে জনবল সংকটের কারণে চরম চাপে পড়ে পুলিশ প্রশাসন। এমন পরিস্থিতিতে যানজট নিরসনে ও জনদুর্ভোগ লাঘবে দিনভর ট্রাফিক ব্যবস্থাপনার কাজে পুলিশকে সহায়তা করে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরানের নেতৃত্বে ছাত্রদলের একদল কর্মী সক্রিয়ভাবে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই স্বেচ্ছাসেবী ভূমিকা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফেরায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়।স্থানীয় এক বাসিন্দা বলেন, “গরমের মধ্যে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছিল। ছাত্রদলের সদস্যরা যেভাবে সক্রিয়ভাবে গাড়ি নিয়ন্ত্রণে সাহায্য করেছেন, তাতে সত্যিই উপকার হয়েছে।”আল ইমরান বলেন, “এটা আমাদের নৈতিক দায়িত্ব। জনগণের দুঃসময়ে পাশে থাকাই ছাত্র রাজনীতির মূল শিক্ষা। আমরা সবসময় প্রস্তুত থাকি মানুষের জন্য কাজ করতে।”প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনের এমন মানবিক ভূমিকা ঈদ মৌসুমে জনদুর্ভোগ কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31