সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে বেসরকারী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অফিস-সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কালো ব্যাচ ধারণ এবং দুই ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে। শিক্ষকদের বর্তমান সময়ে পবিত্র ঈদুল আযাহা’র উৎসব ভাতা বৃদ্ধি পেলেও বাড়েনি অফিস-সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ হরিণাকূণ্ডু উপজেলা শাখার সাধারণ সম্পাদক নায়েব আলী সাংবাদিকদের জানান, উৎসব ভাতা বৃদ্ধির নতুন প্রজ্ঞাপনে কর্মচারীদের অন্তর্ভুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা সহ সারাদেশের এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বুধবার ২৮ মে ২০২৫ ইং তারিখে কালো ব্যাচ ধারণ এবং দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। তিনি আরো বলেন বর্তমান তারুন্যের সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে শত ভাগ উৎসব ভাতার ঘোষনা দিয়ে তা বাস্তবায়ন করবেন বলে মনে করছি। এ নিয়ে ইতিমধ্যে সচেতন মহলে ব্যপক শোরগোল সৃষ্টি হয়েছে। তাছাড়াও তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সম্মতি জ্ঞ্যাপন করেছেন অনেকেই।