চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ-ঘোলদাড়ী সড়কের নির্মাণ কাজ চলমান থাকলেও মুন্সিগঞ্জ বাজার থেকে জেহালা গ্রাম পর্যন্ত রাস্তার অংশটি বর্তমানে চরমভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে নির্মাণাধীন এই সড়কে একাধিক স্থানে দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানি জমে গেছে, ফলে সাধারণ মানুষের যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। স্থানীয়রা জানান, নির্মাণকর্মীরা সড়কের মধ্যে মাটি খুঁড়ে ফেলে রাখলেও কাজের অগ্রগতি খুবই ধীর। দেখলে মনে হয়, এই নির্মাণকাজের কোনও তদারকি নেই। রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় থাকলেও কার্যকর কোনো সংস্কার হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে দুরবস্থা বেড়েই চলেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষদের। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয় সুধীজন দ্রুত সংস্কার কাজ ত্বরান্বিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।