মোঃ জাহিদ হোসেন : মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বরিশালের হিজলা উপজেলায় কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শামীম আফ্রিদি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মী, কৃষক ও কৃষাণিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় জানানো হয়েছে, পার্টনার প্রোগ্রামের সার্বিক লক্ষ্য হলো খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ। পার্টনার সারা দেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো কৃষকদের জন্য পার্টনার মাঠ স্কুল (পিএফএস) বাস্তবায়ন।