পঞ্চগড়ের বোদা উপজেলায় দরিদ্র নারীদের মাঝে চাল বিতরণ কর্মসূচিতে ঘুষ লেনদেনের অভিযোগে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩ জন নারী ইউপি সদস্যসহ ১১ জনকে আটক করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা জব্দ করে এবং পরবর্তীতে তাদের বোদা থানায় হস্তান্তর করা হয়।আটক ইউপি সদস্যরা হলেন: খলিলুর রহমান, হামিজ উদ্দিন, প্রিয় নাথ রায়, সুনীল চন্দ্র রায়, দাহির উদ্দিন, খাদিমুল ইসলাম, মামুন ইসলাম, আশরাফুল ইসলাম, নারী সদস্য শেফালী রাণী, বিলকিস বেগম ও রুপালী বেগম। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রতিকান্ত বর্মন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারিভাবে চাল বিতরণকালে প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে শতাধিক সুবিধাভোগী ইউপি সদস্যদের ঘিরে ফেলেন এবং বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সুবিধাভোগীদের অভিযোগে উঠে আসে, চাল পরিবহনের খরচ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। ৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা আনিসুর রহমান বলেন, “মেম্বার বলেছে গাড়ি ভাড়া ও কুলি খরচ হয়েছে, তাই ৫০০ টাকা দিতে হবে। সরকারি চাল পেতে টাকা দিতে হলো। ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য মামুন ইসলাম বলেন, “গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি। এটা ভুল হয়েছে, আর এ রকম হবে না। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, “ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”