চুয়াডাঙ্গা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গায় হরিজন সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) মাগরিবের নামাজের পর আলমডাঙ্গা পৌরসভার পশুহাট সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন শ্রী লিটন হেলা। তিনি বলেন, “আমরা হরিজন সম্প্রদায় সমাজে অবহেলিত। একটি প্রতিষ্ঠানে কাজ করে মাসে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা পাই, এতে সংসার চলে না। দোকান খুলতে পারি না, হোটেল দিলেও কেউ আমাদের থেকে খাবার খায় না, এমনকি রিকশা চালালেও যাত্রী উঠতে চায় না। দিন দিন আমরা বঞ্চনার শিকার হচ্ছি, অথচ দেশ উন্নতির পথে এগিয়ে চলেছে। আমাদের পাশে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান দাঁড়ায় না।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা চাই জামায়াতের রাসেল ভাই নির্বাচিত হলে যেন আমাদের পাশে থাকেন, আমাদের অধিকার আদায়ে সহায়তা করেন।” সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনই আমাদের লক্ষ্য।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সমাজকল্যাণ বিভাগের প্রতিনিধি আলতাফ হোসেন। সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাহের আলী। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপু, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের মনোনীত চেয়ারম্যান দারুস সালামসহ পৌর, উপজেলা ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। হরিজন সম্প্রদায়ের মধ্যে সভায় অংশ নেন শ্রী সুমন হেলা, শ্রী শংকর হেলা, শ্রী মুকেশ হেলা, শ্রী মিঠুন হেলা, শ্রী কারান হেলা, শ্রী জিত ভেলা ও শ্রাবণা সেবা হেলা। স্থানীয়রা এ সভাকে একটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সামাজিক সংলাপ হিসেবে দেখছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।