
নিজস্ব প্রতিবেদকরাজবাড়ী, ২৬ মে: :: রাজবাড়ীর সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিলনয়াবাদ গ্রামের বাসিন্দা আলেয়া বেগম সকাল বেলায় চান্দু শেখের পুকুর পাড়ে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পুকুর মালিক চান্দু শেখ বলেন, “পুকুরটি সাধারণত বর্ষায় পাট জাগ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা পানি জমেছিল। আমার বোন পেঁপে তুলতে গিয়ে ভাসমান মরদেহটি দেখতে পায়। আমি তখন মাঠে কাজ করছিলাম। বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশে খবর দেই।” রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, মৃত যুবকের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর। মরদেহটি অন্তত চার-পাঁচ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পঁচন ধরলেও কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। একইসঙ্গে মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”










