
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধি ::: জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের ভাদশা গ্রামের বাসিন্দা, সমাজে সুপরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় মরহুম লুৎফর রহমানের নামাজে জানাযা আজ ভাদশা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবেশে তাঁকে চিরবিদায় জানানো হয়। জানাযার নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, মরহুম লুৎফর রহমান ছিলেন একজন নীতিবান, ধর্মপ্রাণ ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন পরোপকারী ও সদালাপী মানুষকে হারালাম।তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন,আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন। উল্লেখ্য, মরহুম লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। ধর্মীয়, সামাজিক ও পারিবারিক পরিসরে তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের কবরস্থান ভাদশা গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। জানাযা ও দাফনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।










