পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ::জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের প্রাইগপুর এলাকায় ছোট যমুনা নদী থেকে এক আদিবাসী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীর জলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম শ্রী জোহান, তিনি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামের বাসিন্দা। জোহান দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার নওদা গ্রামের বাসিন্দা মোঃ মশিউর রহমানের গরুর খামারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, বিকেলে নদীর পাশ দিয়ে হাঁটার সময় কিছু লোক নদীর জলে একটি দেহ ভাসতে দেখে দ্রুত থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, “নিহতের শরীরে আঘাতের কোন সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ আরও জানায়, এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা না-কি কোন দুর্ঘটনা বা হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। নিহতের পরিবার এবং আশপাশের ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে একজন আদিবাসী শ্রমিকের এমন মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।