
ভূমি মেলা ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অনুষ্ঠিত হলো এক জনসচেতনতামূলক সভা ও সেমিনার। সোমবার (২৬ মে) আলমডাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম এবং মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। সভায় ভূমি উন্নয়ন কর, অনলাইনে ভূমি সেবা গ্রহণ, জমির ডিজিটাল রেকর্ড সংরক্ষণসহ ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি ভূমি সহকারী কর্মকর্তা মোল্লা মতিয়ার রহমান, মিজানুর রহমান, আমজাদ হোসেন, মিনারুল ইসলাম, রেজাউল ইসলাম, ইশা খান, ইসমাইল হোসেন ও ফরিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের নাজির সাজেদুর রহমান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন এবং ভূমি সেবার উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। প্রধান অতিথি শেখ মেহেদী ইসলাম বলেন, “সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা যেমন সুরক্ষিত থাকে, তেমনি বাড়ে রাষ্ট্রীয় রাজস্ব।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও স্বচ্ছ সেবা নিশ্চিত করছে।” সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তিনি বলেন, মেলায় খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ ও অনলাইনে ভূমি কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। তিন দিনব্যাপী এই ভূমি মেলাটি সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা জানান, এমন আয়োজন মানুষের ভোগান্তি কমাবে এবং ভূমি প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি করবে।










