চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে এক জরুরি রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ৬টায় আলমডাঙ্গা পৌর অফিসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর মাহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন ও নূর মোহাম্মদ টিপু। সমাবেশে আলমডাঙ্গা পৌর এলাকার ১ থেকে ৬ নং ওয়ার্ডের ইমারতের শর্ত পূরণ হওয়ায়, ওয়ার্ডগুলোর ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন জেলা মেহমানগণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর শাখার সাবেক আমীর মীর আব্দুল জলিল, শেখ রবিউল ইসলাম, পৌর সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ হাসান, আশকার আলি, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শফীউদ্দিন, গোলাম রহমান বাবলু, প্রভাষক শাহিন সাঈদ, নিজাম উদ্দিন, মাওলানা আশরাফুল আলম, প্রভাষক আঃ রহমান, মাওলানা হাসমত উল্লাহ, মোশাররফ হোসাইন, সামসুল আরেফিন রিপন, হায়াত আলি, আনিছুর রহমান, হযরত আলী, আঃ মান্নান, প্রভাষক আঃ কুদ্দুস, আতিয়ার রহমানসহ ১ থেকে ৬ নং ওয়ার্ডের পুরুষ ও মহিলা রুকনবৃন্দ। প্রোগ্রামটি সঞ্চালনা করেন পৌর সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন। এ রুকন সমাবেশে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নতুন নেতৃত্ব নির্বাচন ও রুকনদের মধ্যে আত্মিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।