
ফরিদপুরের সালথায় মোঃ হারুন ফকির (৫৮) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন ফকির ওই গ্রামের মৃত মোনাউল্লাহ ফকিরের ছেলে ও রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, সোমবার দুপুরে রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মারামারী ও বিস্ফোরক মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ভিউ: ১৯৯










