
এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার ::::রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ায় সাইফুল ইসলাম শাকিলকে ফুলেল সংবর্ধনা জানিয়েছে রাঙ্গামাটি জেলা জাসাস। শনিবার (২৪ মে ২০২৫) অনুষ্ঠিত নির্বাচনে রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহরের পরিচিত মুখ সাইফুল ইসলাম শাকিল সভাপতি পদে জয়লাভ করেন। পরদিন রোববার (২৫ মে) সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা জাসাসের উদ্যোগে তার সম্মানে আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা এবং সভাপতিত্ব করেন জেলা সভাপতি কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ান রেজা এবং সদস্য রোমেল চাকমা। প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম শাকিল। এছাড়াও বক্তব্য রাখেন পৌর জাসাস সভাপতি শহিদুল ইসলাম ভুট্টু, থানা শাখার সভাপতি অধিরাম চাকমা, পৌর সাধারণ সম্পাদক মো. সোহেল, থানা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফয়সাল এবং থানা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সম্পাদক মো. খোকনসহ জেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শাকিলের নেতৃত্বে চট্টগ্রাম-রাঙ্গামাটি রুটে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে, বাড়বে যাত্রীসেবা ও আধুনিকতা। সাইফুল ইসলাম শাকিল বলেন,"আমি শুধু রাজনৈতিক ব্যক্তি নই, সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়েই কাজ করে যাচ্ছি। সভাপতি হিসেবে নয়, আমি মনে করি, এই সমিতির সবাই আমার পরিবারের সদস্য।যাত্রীসেবা ও পরিবহন খাতে জনবান্ধব উন্নয়নই আমার মূল লক্ষ্য। ইনশাল্লাহ, সকলের সহযোগিতা পেলে সেই লক্ষ্য পূরণে সফল হব।"