
মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফিচকাঘাট বাজারে কৃষি পণ্য ও রাসায়নিক সার বিক্রয়ের ক্ষেত্রে একটি সুপরিচিত নাম হলো “মেসার্স মরিয়ম ট্রেডার্স”। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত এই প্রতিষ্ঠানটি কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ তুহিনুর ইসলাম জানান, কৃষকদের চাহিদা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সঠিক মাপে ও মানের রাসায়নিক সার সরবরাহ করে আসছি। তিনি আরও বলেন,আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী সারের দাম নির্ধারণ করে থাকি। কৃষকেরা যেন কোনো প্রকার ভেজাল বা অতিরিক্ত মূল্য না দিয়ে খাঁটি সার পান, সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি। বর্তমানে মেসার্স মরিয়ম ট্রেডার্স-এ যেসব রাসায়নিক সার পাওয়া যাচ্ছে, তার মূল্য তালিকা নিম্নরূপ: ইউরিয়া: প্রতি বস্তা (৫০ কেজি) ১,৩৫০ টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ২৭ টাকা
টি এস পি : প্রতি বস্তা ১,৩৫০ টাকা, প্রতি কেজি ২৭ টাকা
ডি এ পি : প্রতি বস্তা ১,০৫০ টাকা, প্রতি কেজি ২১ টাকা
এম ও পি : প্রতি বস্তা ১,০০০ টাকা, প্রতি কেজি ২০ টাকা
এছাড়াও এখানে উন্নত মানের ধান ও আলুর বীজসহ সকল ধরনের কীটনাশক খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করা হয়ে থাকে। স্থানীয় এক কৃষক জহুররুল ইসলাম বলেন, আমরা এই দোকান থেকেই সার ও কীটনাশক নেই, কারণ এখানে দাম কম, মান ভালো, আর দালালি নেই। সরকার যে দাম ঠিক করে দিয়েছে, ঠিক সে দামেই পাই। উল্লেখযোগ্য বিষয় হলো, মেসার্স মরিয়ম ট্রেডার্স প্রতিটি পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে, যার ফলে কৃষকরা যেমন প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পান, তেমনি কৃষি উৎপাদনেও থাকে ইতিবাচক প্রভাব। এমন উদ্যোগ শুধু একটি ব্যবসা নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতা ও কৃষকদের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত। জয়পুরহাটের কৃষিজগতের উন্নয়নে মেসার্স মরিয়ম ট্রেডার্সের অবদান তাই নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।










