
তৌহিদ : মাগুরার মহম্মদপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা বিষয়ক সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত আত্মহত্যা করেছে। রবিবার ২৫ মে দুপুর ২ঘটিকায়, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ডরমিটরিতে গলায় ফাঁস সহ ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। সে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন শিশু সুরক্ষা বিষয়ক প্রজেক্টের সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলো। পাপিয়া দত্ত(৩০) স্বামী- মিটুন ধর এর স্থায়ী বাড়ি খুলনার জেলার দৌলতপুর উপজেলায়। আত্মহত্যার খবর শুনে মহম্মদপুর থানা পুলিশ এসে পাপিয়া দত্তের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে। তবে কি কারনে বা কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনো কোন কিছু জানা যায়নি।সব শুনে উক্ত জায়গায় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার , মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপজেলা প্রধান মো: আব্দুর রব উপস্থিত হয়ে ঘটনা স্হল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের ময়নাতদন্তের কাজ সমাপ্ত হয়নি।










