বটিয়াঘাটা উপজেলা ৫ নং ভান্ডারকোর্ট ইউনিয়নের ঝিনাই খালি গ্রামের মৃত রিফাজ উদ্দিন এর ছেলে ওবায়দুল্লাহ একই এলাকার বড় মনির গত ৬/ ৫ /২০২৫ তারিখে গরু চুরিকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে আহত আহত করে দুর্বৃত্তরা গরু চোরের ৯ দিন পর হ ২০/৩০ লোক রাত ৮.৩০ মহিলা মেম্বার শরীফার বাড়ি ঢুকে ছেলে সোহাগ কে খুঁজতে থাকে, জোরপূর্বক ঘরে ঢুকে ঘরের মাল জিনিএলোপাতাড়ি ভাঙচুর লুটপাট করতে থাকে, তাদেরকে নিষেধ করলে এসবের কারণ জানতে চাইলে মহিলা মেম্বার শরীফা কে দেশি অস্ত্র লাঠির বাড়িতে তার বাম হাত বেঙ্গে যায়। মেয়ে খাদিজা ৩৬ ঠেকাতে আসলে তাকে মোস্তফা (৪০) দেশি অস্ত্র আঘাত করলে আমার পুত্রবধ ফাতেমা বেগম ৩৪ তোর স্বামী কোথায় বলে দেশীয় অস্ত্র সজ্জিত পূর্ব পরিকল্পিত ভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে লোহার রড বাসের লাঠি হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, খবর পেয়ে মহিলা মেম্বার এর স্বামী মোহাম্মদ নুর আলী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। বটিয়াঘাটা থানা ও আর্মি ক্যাম্পে নিয়ে যায় সেখান থেকে তাদের শারীরিক অবস্থা দেখে চিকিৎসার জন্য পরামর্শ দেয় বর্তমানে তারা খুলনা খুলনা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছে,মহিলা মেম্বার শরিফা বলেন আমার বাড়িতে হামলা করার পর আমার ছেলেকে কজন মিলে তালা দেয় আমার ছেলের এখনো কোনো খোঁজ মেলেনি তারা আমার ঘর থেকে আমার ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় আনুমানিক্ মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা এ ব্যাপারে বিজ্ঞ জজ আদালতে মামলা করেছি যার নং ১৬৯/২০২৫, হামলাকারী অনেকেই সে চিনতে পারে তামিল ৩৯ ক মুানিপিতা আবুল হাসান শেখ, ওবায়দুল ৩৬ পিতা মৃত্যু রিফাজ উদ্দিন, শরিফ (৪২) পিতা মৃত্যু রিয়াজ,মিন্টু মল্লিক (৪৫) পিতা ফজলে মল্লিক, নাহিদ (৪৪) পিতা ইমান,রহমান (২৫) পিতা শরিফ সহ আর ২০/৩০ জন এই হামলা যজ্ঞ চালিয়ে পালিয়ে যায়,