
রুহুল আমিন রুকু : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পাম্পটির দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়েছে এবং মালিক পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহায়তা করেন ভ্রাম্যমাণ আদালতের একটি দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পাম্পটির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স না থাকায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পরিচালিত এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং অনুরোধ জানিয়েছে যেন নিয়মিতভাবে এমন তদারকি চালিয়ে যাওয়া হয়।










