মোঃ জাহিদ হোসেন : রবিবার বিকাল ৪ টার সময় বরিশালের হিজলা উপজেলায় ভূমি মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন। উপজেলা ভূমি অফিসের কানন গো মো. খলিলুর রহমান সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উপজেলা ভূমি মেলা উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন ৩ দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। উপজেলার ভূমি সংক্রান্ত যেকোনো বিষয় এখানে সেবা প্রদান করা হবে। কোনো ধরনের দালাল ছাড়া সরাসরি ভূমি সেবার জন্য সাধারণ জনগণ তার কাছে আশার অনুরোধ জানান।