পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের অভিযান
Spread the love

পঞ্চগড় জেলা প্রতিনিধি: রবিবার, (২৫ মে) দুপুরে পঞ্চগড় :: জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তর, এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫(পাঁচ) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৯(নয়) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেন । পঞ্চগড় জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা ও মো: তাহমিদুর রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31