
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র গৌরবময় ৩০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে নীলমনিগঞ্জে। রোববার (২৫ মে) দুপুরে নীলমনিগঞ্জ আউটলেট ও এটিএম বুথ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নীলমনিগঞ্জ আউটলেট পরিচালক ও নেটিজেন লিংক লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল্লাহ হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তা বিপ্লব কুমার, আসাদুল হক, তরিকুল ইসলাম, বাপ্পি আহমেদ রাজ, সবুজ, রাসেল ও হ্রদয়। উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও। অনুষ্ঠানে ব্যাংকের দীর্ঘ যাত্রাপথের সাফল্য, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বক্তারা বলেন, তিন দশকের এই পথচলায় গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ব্যাংকের মূল শক্তি। ভবিষ্যতেও আধুনিক ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আরও কাছে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।










