(তৌহিদ, মাগুরা) মাগুরা জেলা ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় সমুহ খুব সহজে জনসাধারণের নিকট পৌঁছে দিতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা। সকাল ১০ টায় এ মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।মেলা উদ্ভোধন শেষে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত। রবিবার ২৫ মে সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল কাদের। মাগুরা জেলা কালেক্টরেট চত্বরে এই ভূমি মেলার বিভিন্ন স্টল বসানো হয়েছে। ফলে ঐসকল স্টলে গিয়ে সর্বসাধারন বিনা মূল্যে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পরবেন। জেলার বাকি ৩ উপজেলাতেও উপজেলা পরিষদ চত্বরে স্টল বসিয়ে এধরণের সেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে ভূমি মেলা ২০২৫ থেকে মাগুরা জেলার প্রতিটি জনগণ তাদের ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় সমুহখুব সহজে জানতে ও বুঝতে পারবে।