
(তৌহিদ, মাগুরা) ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে মাগুরাতে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্ভোধন করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রবিবার ২৫ মে সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম মাগুরা ইনডোর স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম, পিপিএম), মাগুরা জেলা সিভিল সার্জন মোঃ শামীম কবির, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে এর অধ্যক্ষ মোঃ রিজভী জামান,মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির।মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি মোঃ অহিদুল ইসলাম মেলার বিভিন্ন স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তৈরী বৈজ্ঞানিক বিভিন্ন বস্তু সমূহের ভূয়সী প্রশংসা করেন।










