বঙ্গোপসাগরে সৃষ্ট “ঘূর্ণিঝড় শক্তির” ক্ষয়ক্ষতি রোধে ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
Spread the love

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ ধীরে ধীরে শক্তির সঞ্চয় করে প্রলয়কারী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, ঘূর্ণিঝড় “শক্তি” মোকাবেলা ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যথা সম্ভব সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি সভার আয়োজন করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সভায় জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, ‌‘ঘূর্ণিঝড় শক্তি’ মোকাবেলায় ইতিমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ৯৮টি মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য ২১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুত আছে ২ লক্ষ ২০০ একানব্বই মেট্রিক টন চাল, ১০১৫ প্যাকেট শুকনো খাবার। এছাড়াও ৬ লক্ষ ২২ হাজার নগদ টাকা রাখা হয়েছে। যা দূর্যোগকালীন সময়ে প্রয়োজনে দুর্যোগকবলিতদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হবে। এদিকে, ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকুরীজীবিদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোষ্টগার্ড, নৌবাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এর সাথে তিনি সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31