
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোটকেন্দ্র কমিটির প্রধানদের নিয়ে এক প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শামীম হোসেন মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ডা. ফজলুর রহমান সাঈদ। তিনি একইসাথে আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডা. সাঈদ তাঁর বক্তব্যে বলেন, “ভোটকেন্দ্রভিত্তিক সংগঠনের শক্তি বাড়ানো, প্রার্থীর বার্তা ভোটারদের কাছে পৌঁছানো এবং নির্বাচনকালীন কাঠামোগত প্রস্তুতির ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল, অ্যাডভোকেট মামুনুর রশিদ, এবং এস. এম. রাশেদুল আলম সবুজ। সবুজ জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি। কর্মশালায় আরও বক্তব্য দেন কালাই, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার জামায়াত নেতারা, স্থানীয় শিক্ষক, পেশাজীবী ও সংগঠকবৃন্দ। বক্তারা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ কর্মশালার মাধ্যমে জামায়াত নেতারা মাঠপর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সুশৃঙ্খল করার চেষ্টায় রয়েছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে স্পষ্ট নির্বাচনমুখী প্রস্তুতির সুর লক্ষ করা গেছে।










