
মোঃ আবু সুফিয়ান মুক্তার : আজ ২২ মে ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বহুতী গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা গোলাম রসুল লিটনের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি তার বক্তব্যে ইসলামী মূল্যবোধে গঠিত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, বায়তুল সেক্রেটারী আনোয়ার হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সোবহান, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মাজহারুল ইসলাম এবং সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ রকিব উদ্দীন। বক্তারা সকলেই তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের ভিত্তি মজবুত করতে উঠান বৈঠকের গুরুত্ব তুলে ধরেন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের কৌশল নিয়ে আলোচনা করেন।










