
মোঃ আবু সুফিয়ান মুক্তার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালাই উপজেলা শাখার আওতাধীন উদয়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মে বৃহস্পতিবার, বিকেল ৫টায় মোসলেমগঞ্জ বাজার ঈদগাহ ময়দানে আয়োজিত এই সমাবেশে উপস্থিত হাজারো মানুষ ভরে তোলে পুরো মাঠকে। সমাবেশে সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সোবহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ হলো ইসলামী সমাজ গঠন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইসলামী আন্দোলনের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। তাই সহযোগী সংগঠনের মাধ্যমে তৃণমূলে আমাদের কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ রকিবউদ্দীন ও মোঃ রানা হোসেন। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং অর্থনৈতিক দুরবস্থার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। তারা তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার পাশাপাশি নৈতিক, সেবামূলক ও জনকল্যাণমুখী কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান। সমাবেশটি সঞ্চালনা করেন উদয়পুর ইউনিয়নের জামায়াত সেক্রেটারী মাওলানা মাজহারুল ইসলাম। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল ধর্মীয় অনুভূতি ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।










