আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে বৃহস্পতিবার (২২ মে) সকাল ৭টার দিকে একটি চুরির ঘটনা ঘটেছে। ‘আমাদের সপ ষ্টোর’-এর মালিক মনজুরুল ইসলামের দোকানে তালা ভেঙে এক চোর প্রায় এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে, দোকান মালিক নিজেই ধাওয়া করে চোরকে ধরে ফেলেন।
চোরটি দোকান থেকে বের হওয়ার সময় এক মুরুব্বি তাকে দেখে ফেলেন এবং মুহূর্তেই দোকান মালিক মনজুরুল সাহেব তাকে শনাক্ত করে ধাওয়া দেন। পানের হাটের ভিতর থেকে চোরকে ধরে ফেলেন তিনি এবং স্থানীয়দের সহায়তায় কিছুটা মারধরের পর চোর স্বীকার করে, এর আগেও একই দোকান থেকে দুই লক্ষ টাকা চুরি করেছিল।
স্থানীয়দের দাবি অনুযায়ী, আটক হওয়া ব্যক্তি একজন পাংসার মুরুব্বি, অজ্ঞাত (৭২) এর আগেও চুরির সঙ্গে জড়িত ছিলেন। খবর পেয়ে আসমানখালী ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিকটিমকে উদ্ধার করে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকানদার ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।