মোঃ সোহাগ আলী,বিশেষ প্রতিনিধি, :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা মোঃ শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত আসামি গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে আজ রাজধানীর শাহবাগ চত্ত্বরে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। আন্দোলনকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভিডিও সাক্ষাৎকারের সময় নিহত সাম্যের সহপাঠীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা শুধু বিচার চাই। সাম্যর মতো আর কাউকে যেন জীবন দিতে না হয়। তারা আরও অভিযোগ করেন, এখনো মূল হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়নি, যা হতাশাজনএকজন বিক্ষোভকারী জানান, “শুধু কয়েকজনকে গ্রেপ্তার করলেই হবে না। যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় আমরা ক্ষুব্ধ।” প্রসঙ্গত, গত ১৩ মে রাতে শাহরিয়ার আলম সাম্যকে রমনা কালীমন্দিরের পাশে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও শিক্ষার্থীদের দাবি, এখনো প্রধান আসামি ধরা পড়েনি। আন্দোলনকারীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন এবং তা না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন।