ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন,প্রচারণায় উৎসবমুখর পরিবেশ
Spread the love

সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার – প্রচারণা। প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা পর্যালোচনা। প্রার্থীদের বিভিন্ন পদে অবস্থান নিয়ে ও কাকে ভোট দিবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের। আগামী (২৪মে) শনিবার ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সকাল ১১টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে। উক্ত নির্বাচনে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহকে প্রিজাইডিং অফিসার হিসেবে মনোনীত করেছেন। তিনি উপস্থিত থেকে ভোট গ্রহণ পরিচালনা করবেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ জন। এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠ ও আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, অর্থ সম্পাদক দৈনিক ভোরের কাগজের দেলোয়ার হোসেন দুলাল এবং সাংগঠনিক ও দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি বাদল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদকসহ ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ টি পদে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা করছেন ১১ জন প্রার্থী। তারা হলেন, সহ-সভাপতি পদপ্রার্থী দৈনিক নওরোজ এর উপজেলা প্রতিনিধি ফজলুল করিম, দৈনিক অন্তর কন্ঠের মামুনুর রশিদ, দৈনিক সমকালের মোকাদ্দেস হায়াত মিলন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক যায়যায়দিন ও ঠাকুরগাঁও সংবাদ এর সম্পাদক নসরতে খোদা রানা। সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী চ্যানেল এস ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি বিষ্ণু পদ রায় এবং দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মুনছুর আহমেদ। সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ফাইদুল ইসলাম এবং দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, আজকের পত্রিকা প্রতিনিধি নুরুন্নবী রানা, দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর প্রতিনিধি জিয়াউল্লা রিমু, সাংবাদিক আমিনুর রহমান হৃদয়। ভোটাররা জানান, যে প্রার্থীকে ভোট দিলে সাংবাদিকরা তাদের অধিকার ফিরে পাবে। সুখে দুঃখে যাকে কাছে পাবে সেই প্রার্থীকেই ভোট দেবেন তারা  ইতিমধ্যেই প্রেসক্লাব চত্বর, বাজার স্টেশন, সিনেমা হল সড়কসহ শহরের বিভিন্ন স্থানের চায়ের দোকানে চলছে আলোচনা পর্যালোচনা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31