রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর নির্মিত একটি কাঠের সেতু ভেঙে পড়েছে। এতে ১১টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষ এখন উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে কাঠ ও বাঁশ দিয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু এক বছরের মধ্যেই সেতুটি দুর্বল হয়ে পড়ে। সম্প্রতি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং নদীতে জমে থাকা কচুরিপানার চাপে সেতুটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। লালকুড়া, চরহাপানিয়া, মানিকপুর, সুতিরপাড়া, খেলারচরসহ আশপাশের ১১টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই সেতু ব্যবহার করে আসছিলেন। সেতু ভেঙে যাওয়ায় স্কুল, কলেজ, হাট-বাজার এবং হাসপাতাল যাতায়াতসহ নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, "এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করত। এখন বিকল্প কোনো পথ না থাকায় আমাদের বড় ধরনের সমস্যা হচ্ছে।" রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন বলেন, “সেতুটি ভেঙে পড়ার বিষয়টি আমরা জানি এবং স্থানটি পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী জানান, "সেতুটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।" রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়দের দাবি, দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের মাধ্যমে যেন দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা হয়।