
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় কিশোরী স্কুলছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর দ্বিতীয় পর্যায়ে উপজেলার আন্দুলিয়া ও লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে কিশোরীদের নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুকের কুফল, ইভটিজিং প্রতিরোধ এবং শারীরিক ও মানসিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা ওয়াশিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কোর্স পরিচালক মেহেদী হাসান, কোর্স সমন্বয়ক আহমদ হোসেন এবং হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরুল কায়েস। প্রশিক্ষণ শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।










