মোরশেদ আলম, দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৮ মে) রাত সাড়ে ৭টার দিকে নিজ ঘরে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন তিনি। এরপর তিনি চটপট করতে থাকলে তার স্ত্রী পুস্প দেবনাথ (৫৫) চিৎকার শুরু করেন। পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ। তাঁর দুই ছেলে সরকারি চাকরিতে কর্মরত বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।