মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি :: জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া নিবাসি, তাবলীগ জামায়াত জয়পুরহাট জেলার সাবেক আমীর, মরহুম হারুনুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তাঁর ইন্তেকালে পুরো জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকাল রবিবার, ১৮ মে ২০২৫ ইং জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ জোহর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।মরহুমের জানাযা নামাজে জেলার বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক,ধর্মীয়, সামাজিক ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মরহুমের জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি মরহুম হারুনুর রশিদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাযা নামাজ শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন কার্যক্রমেও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। মরহুম হারুনুর রশিদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামি সংগঠক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী ব্যক্তি। তাঁর মৃত্যুতে জয়পুরহাটবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারাল।