মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি :: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার টিএনটি পাড়া এলাকায় অবস্থিত খাদ্য গুদামের সংযোগ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও খাদ্য গুদামে যাতায়াতকারী যানবাহনের চালকরা। স্থানীয়দের অভিযোগ, নালা-নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি জমে থাকে ঘণ্টার পর ঘণ্টা। ফলে কাদার মধ্য দিয়ে হাঁটা তো দূরের কথা, যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, "এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, অথচ বছরের পর বছর ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা বর্ষা মানেই দুর্ভোগে পড়ে যাই।" এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও সাড়া মেলেনি বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী দ্রুত এই রাস্তাটি সংস্কার ও পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, বিষয়টি অবহেলা করলে স্বাস্থ্যঝুঁকি, দুর্ঘটনা ও সরকারি খাদ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।