পাঁচবিবি ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Spread the love

আল আমিন :এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হলো ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।রবিবার (১৮ মে ২০২৫) সকাল ১০টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধুরইল এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানে আয়োজিত হয় আনন্দঘন ও হৃদয়ছোঁয়া এ অনুষ্ঠান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের উপাধ্যক্ষ পারুল রাণী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, নৈতিকতা এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি প্রত্যেক শ্রেণির মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষিকা মোছাঃ নাহিদা আক্তার এবং অফিস সহকারী মোছাঃ আরজিনা বেগম। তাঁরা শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।অভিভাবকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ২য় শ্রেণির ছাত্র শাকিব আহম্মেদের মা সাবিনা ইয়াসমিন, নার্সারি শ্রেণির ছাত্র ফারহান-এর মা হাফিজা আক্তার এবং প্লে-গ্রুপের ছাত্র আমির হামজার মা আয়শা সিদ্দিকা। তাঁরা সন্তানের অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “শ্রেষ্ঠ মা সম্মাননা” প্রদান। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন আদর্শ মাকে ‘শ্রেষ্ঠ মা’ হিসেবে সম্মানিত করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানান, সন্তানের সফলতা শুধু শিক্ষকের একক প্রচেষ্টায় নয়, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।এই আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে স্কুল কর্তৃপক্ষ, যাতে শিক্ষার পরিবেশ আরও আনন্দময় ও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31