মোরশেদ আলম, দুর্গাপুর, নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা ভর্তি ফি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।রবিবার দুপুরে কলেজ চত্বরে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে তাদের যৌক্তিক দাবির পক্ষে স্লোগান দেন।মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী নূর আলম, জহির রায়হান, সুরাইয়া সুলতানা স্বর্ণা, সাথী আক্তার, সোহেল, সাগরসহ আরও অনেকে।বক্তারা বলেন, সরকারি কলেজে পড়েও তাদেরকে বেসরকারি প্রতিষ্ঠানের মতো অতিরিক্ত ভর্তি ফি দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। অন্য সরকারি কলেজগুলোতে যেখানে ১ হাজার থেকে ১২০০ টাকার মধ্যে ভর্তি ফি নেওয়া হয়, সেখানে সুসং সরকারি মহাবিদ্যালয়ে তা নেওয়া হচ্ছে ১,৯৪০ টাকা।নূর আলম ও জহির রায়হান বলেন, “আমরা যৌক্তিক দাবিতে এখানে দাঁড়িয়েছি। এই বৈষম্য কেনো? অন্য সরকারি কলেজগুলোর মতো আমাদের কলেজেও যেন একই হারে ভর্তি ফি নির্ধারণ করা হয়।”সুরাইয়া সুলতানা স্বর্ণা ও সাথী আক্তার বলেন, “আমরা কৃষক পরিবারের সন্তান। এত টাকা দিয়ে ভর্তি হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সরকারিভাবে যেখানে শিক্ষার কথা বলা হয়, সেখানে কেন বিবিধ খরচ কিংবা খণ্ডকালীন শিক্ষকদের ফি আমাদের দিতে হবে?”মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের দাবি, অনতিবিলম্বে ভর্তি ফি কমিয়ে বাস্তবসম্মত হার নির্ধারণ করতে হবে, যাতে সকল শিক্ষার্থী নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।