পাঁচবিবিতে ভারত প্রবেশের চেষ্টা : পাসপোর্টবিহীন ২ জন আটক
Spread the love

আল আমিন : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নয়াপাড়া সীমান্ত এলাকা থেকে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন– জীবন মহন্ত (২২), পিতা প্রদীপ মহন্ত এবং সিদ্ধান্ত রায় (২৪), পিতা নবদ্বীপ রায়। তারা দু’জনই রংপুর জেলার তারাগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। ঘটনার বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া বিওপির সুবেদার মোঃ জহুরুল হক জানান, তিনি ও তার সঙ্গীয় টহল সদস্যগণ—নায়েক মোঃ গোলাম আফরোজ, সিপাহী মোঃ নাজমুল এবং সিপাহী মোঃ আনিস উদ্দিন—একসাথে সীমান্ত টহলে ছিলেন। ১৭ মে ২০২৫ তারিখে সন্ধ্যা আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার নয়াপাড়া গ্রামে, মেইন পিলার ২৮১/৫৪-এস এর ১০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ফসলি মাঠে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ভারত অভিমুখে অগ্রসর হতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। পরবর্তীতে তাদের নিকট বৈধ পাসপোর্ট ও বিদেশ যাত্রার কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ ঘটনায় ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয় জানিয়েছে, এ ধরনের অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31