
মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে গতকাল ১৪ মে, বুধবার, মাগরিব নামাজের পর এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই সভায় প্রায় শতাধিক যুব সহযোগী অংশগ্রহণ করেন। এ সভা ছিলো বাছাইকৃত ও সক্রিয় যুবকদের নিয়ে একটি দিকনির্দেশনামূলক আলোচনা সভা। সাধারণ সভাটি বাছাইকৃত ও সক্রিয় যুবকদের নিয়ে অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুব বিভাগের সেক্রেটারী এবং পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলনের কাজ শুধু একটি দায়িত্ব নয়, বরং তা ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত। এই কাজের গুরুত্ব অন্য যে কোনো ইবাদতের চেয়ে বড়, কারণ এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়। যুবকদেরকে কুরআনের আলোকে নিজেদের জীবন গড়ার পাশাপাশি সমাজেও এই আলো ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন,বর্তমান সমাজব্যবস্থায় যেভাবে নৈতিক অবক্ষয়, অন্যায়-অবিচার ও সমাজে বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে ইসলামী আদর্শ অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ নেই। যুবকরা যদি নিজেরা আত্মশুদ্ধির মাধ্যমে নেতৃত্ব গ্রহণ করে, তবে সমাজে আলোকিত পরিবর্তন আসবে। তিনি সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে। যুবকদের কে এগিয়ে আশার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম। এছারাও বক্তব্য রাখেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম ইউনিয়ন যুব সেক্রেটারী মোঃ মেহেদী হাসান ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মুনছুর রহমান প্রমুখ। বক্তারা বলেন,যুবসমাজই একটি জাতির ভিত্তি। তারা যদি কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের পরিচালিত করে, তবে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। বক্তারা যুবকদেরকে ইসলামী আন্দোলনের মূলধারায় সম্পৃক্ত হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। সভায় ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য, আদর্শিক অবস্থান ও সাংগঠনিক কর্মপদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, ইসলামী আন্দোলনের সফলতা এবং যুব সমাজের চারিত্রিক উৎকর্ষ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।










