
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের (৪৫) মরদেহ ১৯ দিন পর নিজ বাড়িতে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে গ্রামের আকাশ-বাতাস ভারী করে হাজারো মানুষের ভিড়ের মধ্যে মরদেহ গ্রামে পৌঁছে। জানা গেছে, গত ২৬ এপ্রিল শনিবার মালয়েশিয়া সময় রাত ১টার দিকে কর্মস্থলে থাকাকালীন হঠাৎ স্ট্রোকজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুর পর নানা আনুষ্ঠানিকতার জটিলতায় দীর্ঘ ১৯ দিন লেগে যায় মরদেহ দেশে ফেরাতে। ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল সাড়ে সাতটার দিকে অ্যাম্বুলেন্সে করে কফিনবন্দি মরদেহ তার নিজ বাড়িতে আনা হয়। বাড়ির আঙিনায় অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ ও স্বজনেরা। সকাল ৯টার সময় চর শ্রীরামপুর নওদাপাড়া গোরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। ফারুক হোসেন দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। পরিবারে সুখ-সমৃদ্ধির আশায় তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক হোসেনের স্ত্রীর ভাই টুটুল মিয়া। প্রবাসীর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুরো গ্রামে বইছে বিষাদের আবহ।










