
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ডাউকি গ্রামে প্রবাসীর স্ত্রীকে ফুঁসলিয়ে এনে গোপনে বিয়ে করেছেন স্থানীয় যুবক সজীব (২১)। এতে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাউকি গ্রামের হাজী পাড়ার মন্টু মণ্ডলের ছেলে সজীবের (২১) সঙ্গে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের শরিফুল্লার মেয়ে রুপা খাতুনের (২১) তিন বছর আগে ফেসবুকে পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রুপা খাতুন একজন সন্তানের জননী এবং তার স্বামী প্রবাসে অবস্থান করছেন। প্রেমের সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত ১১ মে, রবিবার রুপাকে খোকসা উপজেলার কমলাপুর গ্রাম থেকে ভাগিয়ে নিয়ে যায় সজীব। পরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় সজীবের দুলাভাইয়ের বাড়িতে গোপনে বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।
ভিউ: ৯১২










