চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলিফ উদ্দিন রোড আলতাইবা মোড় এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা আলমডাঙ্গা শাখার উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ওয়ালটন প্লাজার আলমডাঙ্গা শাখা, যা কোম্পানির একমাত্র নিজস্ব শোরুম, এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। চিকিৎসা সেবার পাশাপাশি ওয়ালটন প্লাজার বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত তথ্যও জানানো হয়। ওয়ালটন প্লাজা আলমডাঙ্গা শাখার ম্যানেজার মোঃ গুলাম সরোয়ার (রাজু) জানান, প্রতিষ্ঠান থেকে কিস্তিতে পণ্য ক্রয় করলে গ্রাহকদের জন্য বিশেষ সুরক্ষা কার্ড প্রদান করা হয়। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন ক্লিনিকে ডিসকাউন্ট সুবিধায় চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। পাশাপাশি, কোনো গ্রাহক মৃত্যুবরণ করলে তার বাকি কিস্তির সম্পূর্ণ ঋণ মওকুফের সুবিধা রয়েছে। গ্রাহকের জীবন বীমার আওতায় ন্যূনতম ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত সুবিধা প্রদান করা হয়। তিনি আরও জানান, আলিফ উদ্দিন রোডের ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত ওয়ালটন প্লাজা আলমডাঙ্গা শাখা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবে