
তৌহিদ , মাগুরা :: মাগুরা শহরস্থ দোয়ারপাড় আল-আমীন এতিমখানায় তাফসীর করলেন দেশ বরেন্য তাফসীর কারক মুফতি আমির হামজা। বৃহস্পতিবার ১৫ এপ্রিল বিকেলে মাগুরা আল-আমীন ট্রাস্টের আয়োজনে আল আমিন এতিমখানার মাঠ প্রাঙ্গনে এ তাফসীর মাহফীল অনুষ্ঠিত হয়ে। মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম. বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব আঃ মতিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুফাসসীর মুফতি আমীর হামজা (কুষ্টিয়া)। মাহফীলে উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যাপক এম. বি বাকের, চেয়ারম্যান, আল-আমিন ট্রাস্ট, মাগুরা । এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড, আলমগীর বিশ্বাস, জেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা আয়েম্মা পরিষদ সভাপতি মাওলানা ওসমান গণি, জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা জাবের তাজাল্লা। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাগুরা নতুন বাজার জামে মসজিদের খতীব মাওলানা শফীউল্লাহ। এ ছাড়া মজলিসুল মুফাস্সিরিনের মাগুরা জেলা সভাপতি মাওলানা এফ এম জাহাঙ্গীর আলমসহ অরো অনেকে বক্তব্য প্রদান করেন। দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের আগমন ঘটে। এ সময় তাদের উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়। ধর্মীয় আবহে উদ্ভাসিত এ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।










