
গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুলের সভাপতিত্বে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য ও ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর। প্রধান অতিথি তার আলোচনায় বলেন নিয়মিত বৈঠক ও গঠনমুলক পরিকল্পনার মাধ্যমে ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য ও কেন্দ্রভিত্তিক পরিচালকদেরকে যোগ্যতা সম্পন্ন সংগঠক ভোটের মাঠের সমাজ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য মানসম্পন্ন কর্মী বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে আমরা সংগঠনকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে নিয়ে যেতে পারবো। আমাদের সকল কাজ হবে দল-মতের ঊর্ধ্বে গিয়ে সকল ধর্মের মানুষের কল্যাণের জন্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা সভাপতি আখতারুজ্জামান। এছাড়াও ইউনিয়ন আমীর, সেক্রেটারী ও বিভাগীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। নির্বাচনী কর্মশালাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালক ও সেক্রেটারী মামুন রেজা।










