কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার হরিশংকরপুর এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। স্ত্রী ও দুই কন্যা শিশুকে হত্যাচেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মোঃ রাহুল ইসলাম সুমন (৩৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় চারজনই গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে হরিশংকরপুর গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সুমন প্রথমে তার স্ত্রী সুমনা খাতুন (৩০) এবং দুই কন্যা শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চারজনই চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার জন্য হতবাক ও শোকাহত। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।