
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রয়াত সাংবাদিক আবু হাসানের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাদ মাগরিব উপজেলার সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসায় এ কর্মসূচি আয়োজিত হয়। দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের পাঁচবিবি উপজেলা শাখার সাবেক সভাপতি মরহুম আবু হাসান সাংবাদিকতা অঙ্গনে সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ছিলেন। তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মহল তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। সভায় সভাপতিত্ব করেন সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. সুজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার এবং পৌর জামায়াতের আমীর মো. আবুল বাশার। বক্তব্য রাখেন পাঁচবিবি পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মো. মিরশহিদ মণ্ডল, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আমিনুল ইসলাম দুলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক এবং মরহুমের ছোট ভাই আবু আলেব প্রমুখ। বক্তারা বলেন, আবু হাসান ছিলেন সত্যের পক্ষে অটল ও নির্ভীক কলম সৈনিক। তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে পাঁচবিবি সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তাঁর আদর্শ ও সাহসিকতা আগামীতেও নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা জোগাবে। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু হাসান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সততা ও পেশাগত অবদান পাঁচবিবি তথা জাতীয় সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।