নারায়ণগঞ্জ আইন কলেজে ২০২২৷ শিক্ষার্থীদের ভাইবা উপলক্ষে মুটকোর্ট ট্রায়াল বার পরিদর্শন
Spread the love

ফাতেমা মাহমুদা ইভা ঢাকা স্টাফ রিপোর্টার ঃঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নারায়ণগঞ্জ আইন কলেজের এলএলবি শেষ পর্ব পরীক্ষা ২০২২ইং সালের পরীক্ষার্থীকে ১৩ মে (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট এড. সবুজ, অধ্যক্ষ এড. রাসেল, অধ্যক্ষ এড. রায়হান নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিভিন্ন দপ্তর কার্যক্রম সম্পর্কে অবগত করেন নারায়ণগঞ্জ আইন কলেজের কয়েকজন শিক্ষক। সবশেষে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত এর বর্তমান আইনজীবী সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। আসন্ন ২৪মে ২০২৫ ইং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ ল কলেজের এল এল বি শেষ পর্ব পরীক্ষা ২০২২ ইং এর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হইবে।উক্ত পরীক্ষায় সকল পরীক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য এবং যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন উক্ত সময় পরিদর্শনে শেষে মহানগর মহাসচিব টিপু সাথে সাক্ষাৎ করেন অধ্যক্ষরা ও ছাত্র-ছাত্রীরা। পর এরপর সবাই মিলে ছবি তুলে সময় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, এলএলবি শেষ পর্ব পরীক্ষা২০২২ইং এর পরীক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা ইভা, ফাতেমা আক্তার মাহমুদা ইভা কলেজের কিছু সমস্যা তুলে ধরে সমাধানের জন্য বার এর সভাপতি হুমায়ুন কবিরের কাছে আবেদন করেন ইভা বলেন আমরা ডিসি স্যার কাছে গিয়েছিলাম সেখানে আমাদের সমস্যা সমাধানের আবদার গুলো বলেছিলাম তারপর কলেজে ডিসি স্যার পরিদর্শন করে নলকূপ ও বাথরুমের ব্যবস্থা করেন ইভা আরো বলেন আমাদের যত দূরত্ব সম্ভব কলেজের।বহু পুরাতন ভুবন, ভবনের ভিতরে চার বছর ক্লাস করে আমরা অনেক সমস্যা ভোগে কষ্টসাধ্য করে পড়াশোনা করেছি তাই আমি চাচ্ছি কলেজের ভবনটি নতুন করে স্থাপিত করার জন্য। আরো উপস্থিতে রাখেন ছাত্রী মারিয়া, লিজা। ছাত্র-ছাত্রীদের মধ্যে হীরা , লতা, রুমা, প্রশান্ত , জাহিদুল, শুভ, মোবারক, শশী, আখি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31