তৌহিদ, মাগুরা | মাগুরা সেনা ক্যাম্পের গোয়েন্দা কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য সহ দুই আসামীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা সেনা ক্যাম্পের একটি দল। জানা যায় যে, মাগুরা জেলা সদরের পৌরসভাধীন পারনান্দুয়ালী শেখ পাড়া গ্রামের মোঃ আল আমিন (৩৫) এবং মোছাঃ সেলিনা (৫৫) এর বাসায় অবৈধ দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণে মাদক রয়েছে। এই গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১৩ মে ২০২৫ ইং তারিখে দুপুর ১টায় মাগুরা সেনা ক্যাম্প কর্তৃক উক্ত এলাকায় মাদক উদ্ধারের জন্য এক অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান পরিচালনা কালে ইয়াবা, গাঁজা, বিদেশি মদ, হিরোইন, চাইনিজ কুড়াল, ছুরি ও নগদ টাকা সহ মোট ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে যে সকল সরঞ্জাম পাওয়া যায় তাহলো- ১ টি চাইনিজ কুড়াল,১টি ছুরি, ১০গ্রাম হিরোইন, ২৯৭ পিচ ইয়াবা, ১ বোতল বিদেশী মদ, ৯০ গ্রাম গাজা,নগদ- ১,৩৪,৭৩০ টাকা ও ২ টি মোবাইল।n আসামী দুইজন হলো ১! মোঃ আল আমিন (৩৫) পিতাঃ মোঃ নজরুল ইসলাম গ্রামঃ পারনান্দয়ালী (শেখ পাড়া) থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা ২! সেলিনা(৫৫) স্বামীঃ মোঃ নজরুল ইসলাম গ্রামঃ পারনান্দয়ালী (শেখ পাড়া ) থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। অভিযানে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জব্দকৃত মালামালসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা এর নিকট হস্তান্তর করা হয়েছে।