
মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা আরিচা মহাসড়কে ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট (ডিবিএসটি) পদ্ধতিতে মেরামতকৃত সড়কে এখন বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় পাথর ছড়িয়ে পড়ছে, যা দ্রুতগতির যানবাহনের চাপে ছিটকে পড়ছে বিভিন্ন দিকে। এতে পথচারী ও মোটরসাইকেল আরোহীরা মারাত্মকভাবে আহত হওয়ার আশঙ্কায় থাকছেন প্রতিনিয়ত। স্থানীয়রা অভিযোগ করেছেন, DBST কাজের পর রাস্তার উপর যে পাথরগুলো ছড়িয়ে থাকে, সেগুলো যথাসময়ে সরানো হয় না। ফলে এই ছড়িয়ে থাকা পাথরগুলো রাস্তাকে পরিণত করেছে যেন একটি ফাঁদে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন বাইকচালক ও সাইকেল আরোহীরা। ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর পযন্ত মহাসড়কের বিভিন্ন জায়গায় ৩০ কিলোমিটার সড়কে বিছানো এই পাথরগুলো গাড়ির চাকার ঘর্ষণে দ্রুত সড়কের পাশে ছিটকে পড়ছে। স্থানীয়রা জানান, এতে পথচারীরা প্রায়ই আহত হচ্ছেন, এবং ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে।










