
দুই যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। হাইকোর্টের রায়ে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মো. তাজউদ্দিনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ছয়জনের সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলার আরেক আসামি মুফতি আব্দুল হান্নানের ফাঁসি আগেই অন্য মামলায় কার্যকর হওয়ায় তাঁর আপিল পরিসমাপ্ত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাতউল্লাহ জুয়েলের দণ্ড বহাল রাখা হয়েছে। বাকি তিন আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই আসামি মৃত্যুবরণ করায় তাঁদের আপিলও পরিসমাপ্ত ঘোষণা করা হয়। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় ১০ জন নিহত হন। এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ২০১৪ সালে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠায়। পাশাপাশি আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। পরে ২০২3 সালের ৮ ডিসেম্বর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে ১৮ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) ঘোষণা করেন হাইকোর্ট। গত ৮ মে আংশিক রায় ঘোষণা করা হয় এবং আজ ১৩ মে বাকী অংশের রায় দেওয়া হয়।










